চাঁদপুরে ছয় লাখ মিটার কারেন্ট জাল জব্দ

 In চাঁদপুর, প্রধান খবর, শীর্ষ খবর




চাঁদপুর প্রতিনিধি:



চাঁদপুরের মেঘনা নদীতে একটি যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে ৬লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড। শুক্রবার ভোরে এ অভিযান পরিচালনা করা হয়।
কোস্টগার্ডের সদস্যরা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যাত্রীবাহী এমভি আওলাদ-৪ এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ৬লাখ মিটার নতুন কারেন্ট জাল উদ্ধার করা হয়। যদিও এর সাথে সম্পৃক্ত কাউকে আটক করা সম্ভব হয় নি।



চাঁদপুর কোস্টগার্ডের স্টেশন কামন্ডার লেফটেন্যান্ট এম হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল পৌনে দশটার দিকে জেলা মৎস্য বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

Recent Posts

Leave a Comment