শহরের জোর পুকুর পাড়ে রুপালী ও ব্রাক ব্যাংকের এটিএম বুথে চুরি

 In চাঁদপুর, শীর্ষ খবর




শাহরিয়ার খাঁন কৌশিক ঃ



চাঁদপুর শহরের কুমিল্লা রোড জোড় পুকুর পাড়স্থ রুপালী ও ব্রাক ব্যাংকের এটিএম বুথে চুরির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত সাড়ে ৯টায় এ চুরির ঘটনায় হঠাৎ বুথের মেশিন বন্ধ হয়ে যায়। বুথের ভেতর থেকে গ্রাহকরা টাকা নিতে এসে বুথের চুরির ঘটনা উপলব্ধি করে।



পরে খবর পেয়ে মডেল থানার এস আই ফারুক ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় শতশত উচ্ছুক জনতা বুথের সামনে ভীর জমায়। ঘটনাস্থলে গিয়ে জানা যায়, বুথের গার্ড নাছির অরফে শুক্কুর খান (৩৫) দায়িত্বে থাকা অবস্থায় রুপালী ও ব্রাক ব্যাংকের এটিএম বুথের আইপিএস মিশিনটি চুরি হয়। এ জন্য বুথ থেকে টাকা উঠানো বন্ধ থাকে।



বুথের গার্ড নাছির অরফে শুক্কুরের জোগসাজসে এ চুরির ঘটনা ঘটেছে বলে শতশত উচ্ছুক জনতা মন্তব্য করে। গার্ড শুক্কুর জানায়, সে দশ মিনিটের জন্য বুথের বাহিরে গেলে কে বা কাহার এ চুরি করে। মডেল থানার এস আই ফারুক জানায়, বুথে চুরি হয়েছে জানতে পেরে আমরা এখানে আসি। ব্যাংক কর্তৃপক্ষ আমাদের কাছে অভিযোগ করলে আমরা পরবর্তীতে ব্যবস্থা নেব। রুপালী ও ব্রাক ব্যাংকের এটিএম বুথে এভাবে চুরি হওয়ায় গ্রাহকসহ সর্বসাধারনের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

Recent Posts

Leave a Comment