চাঁদপুরে ইউপি সচিব সম্মেলন
চাঁদপুর প্রতিনিধি
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সেক্রেটারী সমিতি (বাপসা) চাঁদপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাহেদ সরকার।
সম্মেলনে জেলার ৮৮টি ইউনিয়ন পরিষদের সচিব উপস্থিত ছিলেন। সম্মেলনে সকলের মতামতের ভিত্তিতে সভাপতি পদে মো. আবদুল কাদের মিয়া ও সম্পাদক পদে সুলতান মাহমুদ নির্বাচিত হয়েছেন।
সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মো. ফরিদ উদ্দিন চৌধুরী, যুগ্ম সম্পাদক মো. মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক মো. মহিদুল হকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
Recent Posts