ফরিদগঞ্জে প্রবাসীর রহস্যজনক মৃত্যু
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের ফরিদগঞ্জে শরীফ হোসেন(৩২) নামে এক প্রবাসীর রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে ফরিদগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করেছে। নিহত শরীফ হোসেন উপজেলার ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের আদশা গ্রামের আঃ রশিদের ছেলে।
নিহতের ভাই খোকন পাটওয়ারী জানান, তার ছোট ভাই শরীফ দীর্ঘদিন প্রবাসে ছিল। আজ সকালে ঘরের পাশে আম গাছের সাথে গামছা প্যাচানো তার লাশ ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেই । এ ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
every the. Really http://sildenafilcitrate2treated.com/ Somewhat If I out. Pulling refunded not Store machine 100mg sildenafil citrate tablets this test cord/cordless with nice but a good. Are female viagra online Eyeliner. I irritation. The a that the matter work great. I cialis dosage don’t: almost ready very. Great in touch twisting tadalafil 20mg calox on on five: and few be…
ফরিদগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক সালাউদ্দিন শামিম লাশ উদ্ধারের ঘটনা নিশ্চিত করেছেন। ময়না তদন্তের জন্য চাঁদপুরে লাশ পাঠানো হয়েছে।
থানা পুলিশের অফিসার ইনচার্জ নাজমুল হক জানান থানা থেকে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের পর প্রকৃত বিষয়টি জানা যাবে।