কুহিনুর হত্যার প্রধান আসামী গ্রেফতার
চাঁদপুর: চাঁদপুর শহরের রহমতপুর speech on love আবাসিক android tracker এলাকার ৩ সন্তানের জননী কুহিনুর হত্যার প্রধান আসামী নয়ন বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিনগত রাত ৩টায় শহরের জিটি রোডের একটি বাড়ী থেকে মডেল mobile tracker application for android phones থানা পুলিশ তাকে গ্রেফতার করে। মঙ্গলবার (২৫ আগষ্ট) নয়ন বেগম ও অপর আসামী রফিক ভুঁইয়াকে আদালতে order essay প্রেরণ করা হবে। চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচ এনায়েত উদ্দিন পিপিএম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন বলেন, কুহিনুর হত্যার ঘটনায় ৬জনকে আসামী করে মামলা হয়েছে। ঘটনায় অভিযুক্ত আসামী http://customessaywriting365.com/ নয়ন ও সহযোগি রফিক ভুঁইয়াকে গ্রেফতার করা http://cellphonetracker24.com/ হয়েছে। বাকীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের আজই আদালতে প্রেরণ করা হবে। ২২ আগষ্ট শনিবার রাত সাড়ে ৮টায় টাকা লেনদেন নিয়ে কুহিনুর বেগমকে তার বাসা থেকে ডেকে নিয়ে পাশ্ববর্তী নয়ন বেগম নামের custom essay writing মহিলার বাসায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। ওই ঘটনায় ২৩ আগষ্ট রাতে কুহিনুর বেগমের বড় ভাই আঃ মালেক
বাদী হয়ে নয়ন বেগমসহ ৬জনকে আসামী করে মডেল থানায় মামলা দায়ের করে।