চাঁদপুর ১৮ কেজি গাঁজাসহ আটক ১
স্টাফ রিপোর্টারঃ
চাঁদপুর জেলা ডিবি পুলিশ শাহারাস্তি এলাকায় অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ বাবুল মৃধা বাবু (৩৮) কে আটক করেছে । সোমবার দুপুরে চাঁদপুর-কুমিল¬া আঞ্চলিক মহাসড়কের শাহারাস্তি এলাকার বানিয়াচো এলাকায় চাঁদপুরগামী যাত্রীবাহি বাসে অভিযান চালিয়ে গাজাগুলো আটক করা হয় ।অভিযান পরিচালনা করেন ডিবির এ এস আই আহসানুজ্জামান লাবু ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ আরিচুল হক ।
জানা যায় জেলা পুলিশ সুপার শামছুন নাহারের নির্দেশে, গোয়েন্দা পুলিশ সোমবার চাঁদপুর গামী যাত্রীবাহি বাস বোগদাদে অভিযান চালায় ।বাসে থাকা পটুয়াখালি এলাকার বাবুল মৃধা বাবুর ব্যাগ
তল্লাসী করে মাদকগুলো উদ্ধার করা হয় ।বাবুল পটুয়াখালী জেলার কলাপাড়া খাপড়া ভাঙ্গা এলাকার মৃত তাজেম মৃধার ছেলে। বাবুল গাজাগুলো কুমিল¬ার সুয়াপড়া থেকে ক্রয় করে
বাসযোগে ঢাকা নিয়ে যাওয়ার উদ্দেশে আসছিল।অভিযানে অন্যণ্যর মধ্যে ছিলো ডিবির এস আই ফিরোজ আলম ।সোমবার শাহরাস্তি থানায় এস আই ফিরোজ আলম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন ।