জেলা প্রশাসক ও পুলিশ সুপারের এসএসসি ও সমমানের পরীক্ষার কেন্দ্র পরিদর্শণ
—
প্রথমদিনে এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শণ করেছেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল ও পুলিশ সুপার সামছুন্ন্াহার। সোমবার সকাল ১০টায় সারা দেশে এক যোগে পরীক্ষা শুরু হয়ে। সকাল ১১টায় জেলা প্রশাসক ও পুলিশ সুপার জেলা শহরের মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, হাসান আলী সরকারী উচ্চ বিদ্যালয় ও ফরাক্কবাদ উচ্চ বিদ্যালয়সহ জেলা সদরের আরো কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শণ করেন। জেলা প্রশাসক ও পুলিশ সুপার কেন্দ্র পরিদর্শণ কালে পরীক্ষার্থীদের খোঁজ খবর নেন ও কুশল বিনিময় করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা ও হাসান আলী সরকারী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুর রফিক।
অন্যদিকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক মোহাম্মদ হোসেন জেলা সদরের বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শণ করেন। উল্লেখ্য এবছর জেলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় ৬৫টি কেন্দ্রে ৩৪ হাজার ৩শ’ ৮৮ জন ছাত্র-ছাত্রী অংশ নিচ্ছে।