চাঁদপুরে মৎস্য ডিপ্লোমাধারী শিক্ষার্থীদের মানববন্ধন
চাঁদপুর প্রতিনিধি
মৎস্য ডিপ্লোমাধারীদের পেশাভিত্তিক পদে নিয়োগ থেকে বঞ্চিত করার প্রতিবাদে বাংলাদেশের একমাত্র চাঁদপুর মৎস্য ডিপ্লোমা এসোসিয়েশনের শিক্ষার্থীরা আজ সোমবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চাঁদপুর-কুমিল্লা সড়কের চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে একঘন্টা মানববন্ধন পালন ও সড়ক অবরোধ করে রাখেন। পরে শিক্ষার্থীরা চাঁদপুর জেলা প্রশাসকের মাধ্যমে মৎস্য ও প্রাণী সম্পদমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। এর আগে শিক্ষার্থীরা অনির্দিস্ট কালের জন্য সমস্ত ক্লাশ ও পরীক্ষা বর্জন করেন।
চাঁদপুর মৎস্য ডিপ্লোমা কেন্দ্রের ৭ম পর্বের শিক্ষার্থী রেজাউল হক জানান, ২০০৯ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের একমাত্র চাঁদপুর মৎস্য ডিপ্লোমা কেন্দ্রের ৪ বছর মেয়াদী কোর্স সম্পন্ন করে গত ৩ বছরে ৭৫জন শিক্ষার্থী বেকার বসে আছেন। কিন্তু সরকার গত ফেব্রƒয়ারি মাসে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্প ২য় এর আওয়াতায় সারা দেশে ৫০০ ক্ষেত্র সহকারী নিয়োগে প্রকৃত পেশা ভিত্তিক দক্ষতা ও জ্ঞানের অধিকারীদের নিয়োগ থেকে বঞ্চিত করে সাধারণ ডিগ্রিধারীদের সুযোগ দিচ্ছে। এর প্রতিবাদে এই মানববন্ধন ও সড়ক অবরোধ করা হয়। এছাড়া শিক্ষার্থীরা সমস্ত ক্লাশ ও পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসে তালা ঝুলিয়ে দেয়।