শাহরাস্তিতে চেয়ারম্যান প্রার্থীর জেল জরিমানা

 In চাঁদপুর, প্রধান খবর, শীর্ষ খবর

শাহরাস্তি প্রতিনিধি



চাঁদপুরের শাহরাস্তির সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নে আ’লীগের বিদ্রোহী প্রার্থী মোঃ মাসুদ আলমকে নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন ও মোবাইল কোর্টকে অবজ্ঞা প্রদর্শনের দায়ে তিন মাসের বিনাশ্রম কারাদ- এবং নগদ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার সন্ধ্যায় আ’লীগের বিদ্রোহী এ প্রার্থী নিজ নির্বাচনী এলাকার নরিংপুর বাজারে প্রায় দুই শতাধিক মোটর সাইকেল ও শতাধিক সিএনজি স্কুটার নিয়ে শো-ডাউনসহ মিছিল করে।



খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জেসমিন বানু ঘটনাস্থলে গিয়ে ওই প্রার্থীকে নগদ অর্থ জরিমানা করতে গেলে তিনি জরিমানা দিবেন না বলে আদালতের প্রতি অবজ্ঞা প্রদর্শনসহ এলাকাবাসীকে ক্ষেপিয়ে তোলার চেষ্টা করেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে উপজেলা সদরে এনে উক্ত আদেশ দেন এবং তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান জানান, এ রায়ের ফলে উক্ত প্রার্থীর প্রার্থিতা বাতিল হবে না।



উল্লেখ্য, আগামী ৭ মে এ উপজেলায় নির্বাচন ৪র্থ দফায় অনুষ্ঠিত হবে।

Recent Posts

Leave a Comment