চাঁদপুরে ৮ ইউপি’র চেয়ারম্যান ও মেম্বারদের শপথ

 In চাঁদপুর, শীর্ষ খবর

</br></br>

চাঁদপুর প্রতিনিধি

</br></br>
ইউপি নির্বাচনের ৪র্থ ধাপে অনুষ্ঠিত চাঁদপুরের ৮টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে চাঁদপুরের জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল তাদের শপথ বাক্য পাঠ করান।

</br></br>
৪র্থ ধাপে মতলব দক্ষিণ উপজেলার ৪টি ও শাহরাস্তি উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যানরা জেলা প্রশাসকের সভাকক্ষ ও মেম্বাররা ইউএনও’র সভাকক্ষে শপথ গ্রহণ করেছেন।

</br></br>
শপথগ্রহণকারী চেয়ারম্যানরা হলেন : মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউপি’র নবনির্বাচিত চেয়ারম্যান মো. মিজানুর রহমান, নায়েরগাঁও দক্ষিণ ইউপি’র মো. আব্দুস সালাম মৃধা, উপাদী উত্তর ইউপি’র মো. শহিদ উল্যাহ, উপাদী দক্ষিণ ইউপি’র মো. গোলাম মোস্তফা।

</br></br>
শাহরাস্তি উপজেলার সূচিপাড়া উত্তর ইউপি’র নবনির্বাচিত চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার, সূচিপাড়া দক্ষিণ ইউপি’র মো. আব্দুর রশিদ, চিতোষী পশ্চিম ইউপি’র মো. জোবায়েদ কবির ও রায়শ্রী দক্ষিণ ইউপি’র মো. আবু হানিফ।

Recent Posts

Leave a Comment