চাঁদপুর সরকারি হাসপাতালে ৮০ পদ খালি
চাঁদপুর প্রতিনিধি :
চাঁদপুর জেলা সদরের সরকারি জেনারেল হাসপাতালটিতে নানাবিধ সমস্যা বিরাজমান। এর মধ্যে ডাক্তার, নার্স, অফিস পরিচালনায় ২৮৮ জন অনুমোদিত কর্মকর্তার মধ্যে এখনো ৮০টি পদ শূন্য রয়েছে । জনবল সঙ্কটের মধ্যেই চলছে হাসপাতালটি। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালটি প্রথমে মহকুমা থাকাবস্থায় ৫০ শয্যার এলগিল হাসপাতাল নামে পরিচিত ছিলো। পর্যায়ক্রমে এর শয্যা সংখ্যা বাড়ানো হয়। ৫০ শয্যায় থাকাবস্থায় যে পরিমাণ জনবল দিয়ে হাসপাতালটি পরিচালিত হতো বর্তমানেও সেই জনবল দিয়েই তা পরিচালিত হচ্ছে। আওয়ামী লীগ সরকার ২০০০ সালে ক্ষমতায় আসার পর ২৫ নভেম্বর তৎকালীন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ ফজলুল করিম সেলিম এমপি ২০০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের ভিত্তিপ্রন্তর স্থাপন করেন। পরবর্তীতে এটি ২৫০ শয্যা করা হয়। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধি করা হলে সে অনুপাতে স্বাস্থ্য মন্ত্রণালয় জনবলের সংকট সমাধান করেনি। হাসপাতাল সূত্রে জানা যায়, এ হাসপাতালে সিনিয়র কনসালটেন্ট চক্ষু ১ জন, সিনিয়র কনসালটেন্ট অ্যানেসথেসিয়া ১ জন, জুনিয়র কনসালটেন্ট প্যাথলজি ১ জন, অ্যানেসথেটিস্ট ১ জন, প্যাথলজিস্ট ১ জন, রেডিওলজিস্ট ১ জন, ই-এমও ১ জন, সহকারী রেজিষ্ট্রার ৬ জন, বিষয়ভিত্তিক মেডিকেল অফিসার ৫ জন, মেডিকেল অফিসার ইউনানী/হোমিও ১ জন, সেবা তত্ত্বাবধায়ক ১ জন, প্রশাসনিক কর্মকর্তা ১ জন, উপ-সেবা তত্ত্বাবধায়ক ১ জন, সিনিয়র স্টাফ নার্স ৪৬ জনসহ ৬৯ জনের পদ এখনো শূন্য রয়েছে। এছাড়া আরো শূন্য পদ রয়েছে স্টাফ নার্স ৩ জন, সহকারী সেবক/সেবিকা ১ জন, মেডিকেল টেকনোলজিস্ট ১ জন, কম্পিউটার অপারেটর ১ জন, স্টুয়ার্ড ১ জন, ডাটাএন্টি অপারেটর ১ জন, সহকারী হিসাব রক্ষক ১ জন, রেকর্ড কিপার ১ জন ও সুপার ১ জনসহ ৮০টি পদ। এই চিকিৎসক সঙ্কট নিয়েই খুড়িয়ে খুড়িয়ে চলছে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালটি। এ সমস্যার মাঝে দেখা যায়, অনেক
সময় ডাক্তাররা নিজেদের খুশি মতো আসা-যাওয়া করেন। আবার অনেক ডাক্তার বিনা অনুমতিতে অসুস্থতার ভনিতা করে ছুটি কাটিয়ে থাকেন। এ ব্যাপারে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ প্রদিপ কুমার দত্ত জানান হাসপাতালের ডাক্তার সহ বিভিন্ন জনবলের সংকটের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।