ট্রেনের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু
ট্রেনের ধাক্কায় চাঁদপুর-লাকসাম রেলপথের মধুরোড-দেবপুর নামক স্থানে অজ্ঞাত (৬৫) এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার বিকেল আনুমানিক ৩টায়।
চাঁদপুর রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সাগরিকা এঙ্প্রেস ট্রেনটি চাঁদপুর থেকে চট্টগ্রাম যাওয়ার সময় মধুরোড-দেবপুর নাম স্থানে রেল লাইনের পাশে ওই অজ্ঞাত বৃদ্ধা ট্রেনের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে মারা যান। ওই বৃদ্ধা প্রিন্টের সুতি শাড়ি পরিহিত ছিলেন। চাঁদপুর রেলওয়ে থানার এএসআই রহিমা রাতে ওই লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এ ব্যাপারে চাঁদপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ উছমান গণি পাঠান জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার ময়না তদন্ত শেষে লাশ সনাক্ত না হলে আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে চাঁদপুর রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-২,তাং-২৩-৯-১৬ খ্রিঃ।
Recent Posts