চাঁদপুরে ফোরকানিয়া মাদ্রাসা শিক্ষক খুন
কচুয়া প্রতিনিধি
চাঁদপুরের কচুয়ায় ফোরকানিয়া মাদ্রসা শিক্ষক শাহ আলম ওরফে সাহেব আলী (৫৯) ছুরিকাঘাতে খুন হয়েছেন। স্থানীয় জনতা এ ঘটনার সাথে সম্পৃক্ত রনি (২০)কে আটক করে পুলিশে সোপর্দ করেছে। রোববার সকাল ৭টার দিকে কচুয়া উপজেলার শিলাস্থান গ্রামের মনু চেয়ারম্যানের বাড়িতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিদিন সকালে ওই মাদ্রসায় শিক্ষক শাহ আলম ছোট ছোট শিশুদের কুরআন শিক্ষা দেন। রোববার সকালে মাদ্রাসার ভেতরে ঢুকে শিক্ষার্থীদের সামনে শাহ আলমের গায়ে উঠে বুকে ছুরিকাঘাত করে। এসময় ঘটনাস্থলেই তিনি মারা যান।
আটক রনি ওই বাড়ির কারী শাহজাহানের ছেলে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম এস ইকবাল বিষয়টি নিশ্চিত করে বলেন, খুনের কারণ এখনো জানা যায়নি। তবে রনিকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শাহ আলমের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান এ কর্মকর্তা।