যারা নির্ধারিত সময়ে স্মার্টকার্ড সংগ্রহ করতে পারবেন না তারা ওই এলাকায় কার্ড বিতরণ শেষে থানা নির্বাচন অফিস থেকে তা সংগ্রহ করতে পারবেন।
শুরুর দিন ৩ অক্টোর রমনা থানায় বেইলি রোডে সিদ্ধেশ্বরী গার্লস কলেজে ১৯ নম্বর ওয়ার্ডের কাকরাইল (রমনা অংশ), ডিআইডি কলোনি, নিউ বেইলি রোডে, কাকরাইল (মতিঝিল অংশের) এবং উত্তরা থানার ১ নম্বর ওয়ার্ডে উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে উত্তরা মডেল টাউন সেক্টর-১ ও ২ এলাকার বাসিন্দাদের মধ্যে স্মার্টকার্ড বিতরণ করা হয়।
মঙ্গলবার (৪ অক্টোবর) সিদ্ধেশ্বরী গার্লস কলেজে রমনা এলাকার ইস্কাটন গার্ডেন রোড ও বাজে কাকরাইল এবং উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সেক্টর- ১০, রানাভোলা (ডিসিসি অংশ) বাসিন্দাদের মধ্যে কার্ড বিতরণ করা হবে।
বুধবার (৫ অক্টোবর) সিদ্ধেশ্বরী গার্লস কলেজে রমনা এলাকার বেইলি স্কয়ার ও বেইলি রোড, মগবাজার ইস্পাহানী কলোনি এবং উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে বাদশার টেক, দলিলপাড়া (ডিসিসি অংশ), আহালিয়া (ডিসিসি অংশ) বাসিন্দাদের মধ্যে কার্ড বিতরণ করা হবে।
৬ অক্টোবর বৃহস্পতিবার সিদ্ধেশ্বরী গার্লস কলেজে রমনা এলাকার পশ্চিম মালিবাগ, মিন্টুরোড আমিনাবাদ কলোনি ও ইস্টার্ন হাউজিং অ্যাপার্টমেন্ট, পশ্চিম মালিবাগ, মিন্টুরোড এবং উত্তরা মডেল টাউন সেক্টর-৮ এলাকার বাসিন্দারা স্মার্টকার্ড পাবেন।
৭ অক্টোবর শুক্রবার সিদ্ধেশ্বরী গার্লস কলেজে রমনা এলাকার নিউ ইস্কাটন রোড ও সার্কিট হাউস রোড এবং উত্তরা মডেল টাউন সেক্টর-৯ (সব পুরুষ) বাসিন্দারা কার্ড পাবেন।
৮ অক্টোবর (শনিবার) মগবাজার এলিফ্যান্ট রোড এবং উত্তরা মডেল টাউন সেক্টর-৯ (সব নারী) বাসিন্দারা কার্ড পাবেন।
৯ অক্টোবর (রোববার) সিদ্ধেশ্বরী রোড ও লেনের নারী এবং উত্তরা মডেল টাউন সেক্টর- ৬ (সব পুরুষ)।
১০ অক্টোবর (সোমবার) সিদ্ধেশ্বরী রোড ও লেনের পুরুষ এবং উত্তরা মডেল টাউন সেক্টর-৬ (সকল মহিলা) অধিবাসীদের মধ্যে কার্ড বিতরণ করা হবে।
এ ছাড়া ঢাকার অন্যান্য এলাকায় নাগরিকদের স্মার্টকার্ড কবে এবং কোথা থেকে সংগ্রহ করা যাবে তা জানতে এখানে ক্লিক করুন।