আমার পুজো কাটবে ঢাকাতেই, পরিবারের সঙ্গে। আগে থেকে শিডিউল দেওয়ায় পুজোর শেষদিন শুটিং পড়ে গেছে। শিডিউল বাদ দিলে ইউনিটের সবাই বিপদে পড়ে যাবে। বাড়িতে কথা বলে ম্যানেজ করেছি। তাই ঘোরাঘুরিটা আগেই করে নিতে হবে।
ছোটবেলার পুজোর স্মৃতি
ছোটবেলার স্মৃতি বলতে আমার চোখে ভাসে চট্টগ্রামের রামকৃষ্ণ মিশন। সেখানে অনেক বড় করে দুর্গাপূজা হয়। সে ফ্লেভার আসলেই আলাদা ছিল। ভোগ দেওয়া থেকে শুরু করে ওইখানকার সবকিছুই স্মৃতিতে উজ্জ্বল হয়ে আছে।
শৈশব ও এখনকার পুজোর পার্থক্য
ছোটবেলায় ঈদের মতই নতুন জামা উপহার পেতাম, এখন দিতে হয়। সবার কথা ভাবতে ভাবতে নিজের কথা মনে থাকে না। এমনটি প্রতি পুজোতেই হয়।
সবার উদ্দেশ্যে
ধর্ম যার যার বাংলাদেশ সবার। এটি একটা সেলিব্রেশন। এমন নয় যে, হিন্দু ধর্মের মানুষ ছাড়া কেউ এই উৎসবে অংশগ্রহণ করতে পারবে না। সবাই মিলে কোনো উৎসবে অংশ নিলে বেশি ভাল লাগে। সবাইকে পুজোর শুভেচ্ছা। সবার জীবনের মঙ্গল আসুক।