মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

 In দেশের ভেতর

 

মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের গজারিয়ার বাউশিয়া পাখির মোড় এলাকায় মঙ্গলবার সকাল সোয়া ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুমিল্লা জেলার হোমনা থানার রামকৃষ্ণভোগ গ্রামের শিকদারের মিয়ার ছেলে শামিম (৩৪) এবং ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার কলাকান্দি গ্রামের আলামিনের ছেলে ইয়ামিন(৪০)।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামরুজ্জামান রাজ জানান, মঙ্গলবার সকাল সোয়া ৫টার দিকে গজারিয়ার বাউশিয়া পাখির মোড় এলাকায় একটি দ্রুত গতির পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি গাড়িকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। নিহত দুইজন পিকআপের যাত্রী।

তিনি আরো বলেন, ক্ষতিগ্রস্ত পিকআপ ও লাশ পুলিশ হেফাজতে রয়েছে। এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Recent Posts

Leave a Comment