দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোঃ শাহ্ কামাল বাংলাদেশ স্কাউটের সর্বোচ্চ অ্যাওয়ার্ড রৌপ্য ব্যাঘ্র পদকে ভূষিত
বাংলাদেশ স্কাউটের সর্বোচ্চ অ্যাওয়ার্ড ‘রৌপ্য ব্যাঘ্র’ পদক লাভে ভূষিত হয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব এবং বাংলাদেশ স্কাউটের জাতীয় কমিশনার (সমাজ উন্নয়ন) মোঃ শাহ্ কামাল। গতকাল মঙ্গলবার ওসমানী স্মৃতি মিলনায়তনে মহামান্য রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ তাঁর হাতে এ পুরস্কার তুলে দেন। স্কাউটিং সম্প্রসারণ, উন্নয়ন, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ স্কাউটের বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ, দায়িত্ব পালন ও সহায়তাকরণে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ তাঁকে এ পুরস্কারে ভূষিত করা হয়। ২০১৩ সালে তিনি বাংলাদেশ স্কাউটের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার ‘রৌপ্য ইলিশ’ পদক লাভ করেছিলেন। ১৯৭২ সালের ছাত্রজীবন থেকেই তিনি স্কাউট আন্দোলনের সাথে সম্পৃক্ত হন।
উল্লেখ্য, সচিব শাহ কামাল চাঁদপুরের কৃতী সন্তান। তাঁর গ্রামের বাড়ি হাজীগঞ্জের দ্বাদশগ্রাম ইউনিয়নের কাপাইকাপ গ্রামে।
Recent Posts