এর আগে ওয়েস্ট ইন্ডিজের সাবেক অফ-স্পিনার সনি রামাধিন দুই টেস্টে ৫ উইকেট পেলেও ক্যারিয়ারের প্রথম দুই টেস্টে এমনটি করতে পারেননি। অভিষেক টেস্টের দুই ইনিংসে দুটি করে উইকেট নিয়েছিলেন তিনি। এরপর দ্বিতীয় ও তৃতীয় টেস্টে পাঁচ উইকেট নেন এই সাবেক ক্যারিবিয়ান তারকা।
ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়ে আরো একটি রেকর্ড গড়েছেন মিরাজ। বাংলাদেশি বোলারদের মধ্যে অভিষেকের পর দুই টেস্টে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন তিনি। এখন পর্যন্ত দুই টেস্টে ১৩ উইকেট নিয়েছেন খুলনার এই তরুণ। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে সংখ্যাটিকে আরো বাড়িয়ে নেয়ার সুযোগ পাবেন মিরাজ।