বলিউডের গীতিকার আনোয়ার সাগর আর নেই

 In বিনোদন

বিনোদন ডেস্ক :

বলিউডের বর্ষীয়ান এই গীতিকার আনোয়ার সাগর(৭০) মৃত্যুবরন করেছেন। বুধবার (০৩ জুন) বিকেলে মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালে তিনি পরলোক গমন করেন। আনোয়ার সাগরের মৃত্যুর খবর প্রকাশ করেছে ভারতের বেশকিছু সংবাদমাধ্যম। তবে তার মৃত্যুর কারণ জানানো হয়নি।

গত শতকের ৮০ ও ৯০ দশকে বলিউডের বহু জনপ্রিয় গানের কথা লিখেছেন আনোয়ার সাগর। আনোয়ার সাগর ৮০ ও ৯০ দশকের অনেক জনপ্রিয় গানের গীতিকার। ১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত অক্ষয় কুমার অভিনীত ‘খিলাড়ি’ সিনেমার জনপ্রিয় গান ‘ওয়াদা রাহা সানাম’র কথা লিখেছেন তিনি। এছাড়া ‘ইয়ারানা’, ‘সালামি’, ‘অ্যা গালে লাগ যা’ এবং ‘বিজয়পথ’র মতো অসংখ্য নন্দিত সিনেমায় তার লেখা গান জনপ্রিয়তা পেয়েছে।

তিনি নাদিম- শ্রবণ, রাজেশ রোশন, জাতিন-লালিত এবং আনু মালিকের মতো সংগীত পরিচালকদের সঙ্গে কাজ করেছেন।

বলিউড বেশ সঙ্কটময় সময় পার করছে। গায়ক-সুরকার ওয়াজিদ খান চলে যাওয়ার দুই দিনের মাথায় আনোয়ার সাগর চলে গেলেন। এছাড়া গত এপ্রিলে এক দিনের ব্যবধানে বিদায় নিয়েছেন বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর ও অভিনেতা ইরফান খান। বর্ষীয়ান গীতিকার যোগেশ গাউর মে মাসে মারা গেছেন।

Recent Posts

Leave a Comment