দিল্লী ক্যাপিটালস এর বোলিং কোচ হ্যারিস

 In খেলাধুলা

স্পোর্টস ডেস্ক :

সাবেক অস্ট্রেলিয়ান পেসার রায়ান হ্যারিসকে নতুন বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে দিল্লী ক্যাপিটালস। মঙ্গলবার (২৫ আগস্ট) এই ঘোষণা দেয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দলটি।

৪০ বছর বয়সী রায়ান এর আগে একই দায়িত্ব পালন করেছেন কিংস ইলেভেন পাঞ্জাবে। এবার সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া আইপিএলের আসন্ন মৌসুমের জন্য দিল্লী ক্যাপিটালসে যোগ দিলেন তিনি।

এর আগে দিল্লী ক্যাপিটালসের শেষ দুই মৌসুমের জন্য বোলিং কোচ ছিলেন জেমস হোপস। কিন্তু ব্যক্তিগত কারণে এবার তিনি দলটির সঙ্গে আরব আমিরাত সফরে যাচ্ছে না। যার কারণে হ্যারিসকে নিয়োগ দেয় ফ্র্যাঞ্জাইজির দলটি।

দিল্লী ক্যাপিটালসে যোগ দেওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করে সাবেক অজি বোলার এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, ‘আইপিএলে ফিরতে পেরে আমি আনন্দিত। আমার জন্য এটি দারুণ সুযোগ। ’

হ্যারিস অস্ট্রেলিয়ার হয়ে ২৭টি টেস্ট খেলে নিয়েছেন ১১৩ উইকেট। ৪৪ উইকেট নিয়েছেন ২১ ওয়ানডেতে। তিনটি টি-টোয়েন্টিতে তার শিকার ৪ উইকেট।

এছাড়া তিনি আইপিএলে ৩৭ ম্যাচ খেলে ২৩.২৭ বোলিং গড়ে নিয়েছেন ৪৫ উইকেট। ২০০৯ সালে ডেকান চার্জার্সের হয়ে আইপিএল জিতেছেন হ্যারিস। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এবারের আইপিএল।

Recent Posts

Leave a Comment