সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারামের গুলিতে ৭৫জন নিহত

 In দেশের বাইরে

আন্তজার্তিক ডেস্ক :

নাইজেরিয়ায় এক রাতেই একই এলাকার ৭৫ জন প্রবীণকে গুলি করে হত্যা করেছে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারাম। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আনাদুলু এজেন্সি।

স্থানীয় সিনেটর জানান, বুধবার এক অনুষ্ঠান চলাকালে বর্নো রাজ্যের মাইদুগুরি এলাকায় সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে তাদের হত্যা করে।

তিনি বলেন, ওই এলাকার মানুষ সন্ত্রাসী হামলার কারণে খুবই বিপজ্জক অবস্থায় আছে। এমনকি একজন সিনেটর হিসেবেও আমি ওই এলাকায় যেতে পারি না। কারণ এলাকাটি নিরাপদ নয়।

তিনি আরও বলেন, নিরাপত্তা বাহিনী প্রতিদিনই যথাসাধ্য তাদের দায়িত্ব পালন করছে। কিন্তু প্রতিদিনই সেখানে মানুষ মারা যাচ্ছে। পরিস্থিতি খুবই খারাপ।

হামলার বিষয়ে নাইজেরিয়ার সরকারের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

সহিংসতার কারণে ওই এলাকার মানুষ প্রতিনিয়ত ক্ষুধা আর দারিদ্রতার সঙ্গে যুদ্ধ করছে। পরিস্থিতি দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে।

গত এক দশকে দেশটির উত্তর-পূর্বাঞ্চলে বোকো হারামের হামলায় নিরাপত্তা বাহিনীর সদস্যসহ ৫০ হাজার মানুষের মারা গেছেন। বাস্তুচ্যুত হয়েছেন ৩০ লাখেরও বেশি নাইজেরিয়ান। সূত্র: আনাদুলু এজেন্সি।

Recent Posts

Leave a Comment