কচুয়া থানায় নবাগত ওসি (তদন্ত) এম.এ রউফ খান

 In কচুয়া উপজেলা, চাঁদপুর

মো. রাছেল,কচুয়া:

কচুয়া থানায় নব্য পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এম.এ রউফ খান। সদ্য বদলী হওয়া পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইব্রাহিম খলিলের স্থলাভিষিক্ত হলেন তিনি। মঙ্গলবার ১৭ (নম্বেভর) সকালে কচুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহীউদ্দিন তাকে বরণ করে নেন।

কচুয়া থানা সদ্য যোগদান করা পুলিশ পরিদর্শক (তদন্ত) এম.এ রউফ খান এর আগে চাঁদপুর ডিবি পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এম.এ রউফ খান মেহেরপুর জেলার সদর থানার স্থায়ী বাসিন্দা। তিনি বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মতিন খান ও মাতা: মরহুম নুরুন্নাহার বেগম দম্পত্তির ছেলে।

পুলিশ পরিদর্শক (তদন্ত) এম.এ রউফ খান বলেন, “মাদকের সহিত জিরো টলারেন্স নীতিতে এগিয়ে নিবো।’’  থানায় সাধারন ডায়রী, অভিযোগ দায়ের, পুলিশ ক্লিয়ারেন্স, মামলা রুজু সংক্রান্তে আর্থিক লেনদেন যেন না হয় সে বিষয়ে কঠোর মনিটারিং অব্যহত থাকবে। তিনি আরো বলেন, অত্র থানাকে চাঁদপুর জেলার মডেল থানা হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে যাবো। কচুয়া থানায় যথাযথ ভাবে দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করছি।

Recent Posts

Leave a Comment