গাছতলা মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা; কিশোরের মৃত্যু

 In চাঁদপুর

রহমান রুবেল :

চাঁদপুরে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে কিশোর মোঃ রুমান শেখ নিহত হয়েছে। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায় চাঁদপুর সেতু সংলগ্ন মেরিন একাডেমির সামনে এ দুর্ঘটনা ঘটে।মৃত রুমান শেখ শহরতলীর তালতলা এলাকার বাসিন্দা হাজী মোঃ গফুর শেখের ছেলে। রুমন তিন ভাইবোনের মধ্যে সবার বড়।
জানা যায়, মঙ্গলবার বিকেলে মেরিন ড্রাইভ একাডেমির সামনে দ্রুতগতিতে একটি গাড়ি ওভারটেক করতে যায় সে। এসময় সামনে হঠাৎ একটি পিকআপ ভ্যান চলে আসে। তাৎক্ষণিক সে মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ করতে না পারায় একটি গাছের সাথে গিয়ে ধাক্কা খায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।বিষয়টি নিশ্চিত করেছেনে চাঁদপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ হারুনুর রশিদ।

Recent Posts

Leave a Comment