সুবিধা বঞ্চিত গ্রামে উন্নয়নের ছোঁয়া
মো. মজিবুর রহমান রনি:
এক সময়ের অবহেলিত জনপদ, ছিল না কোন রাস্তা, ব্রিজ, কালভাটসহ সরকারি কোন উন্নয়ন। সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল গ্রামের অবকাঠামো। সেই গ্রামে আজ নির্বাচিত জনপ্রতিনিধির একান্ত প্রচেষ্টায় সমস্যার উন্নয়নসহ কৃষি যন্ত্রপাতি, সেচ পাম্প, ড্রেন, ব্রিজ, কালভাট থেকে শুরু করে সোলার লাইটে পুরো আলোকিত গ্রামটি। বলছিলাম চাঁদপুর জেলার উত্তর-পূর্ব এলাকায় অবস্থিত ফরিদগঞ্জের ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের ৬নং ওয়ার্ডের অবহেলিত সুবিদপুর গ্রামের কথা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, অবহেলিত সুবিদপুর গ্রামের জনপদে গত প্রায় ৪ বছরের ব্যবধানে ব্যাপক উন্নয়নের চিত্র চোখে পড়ে। এক সময় যেখানে একটু বৃষ্টিতে চলাচলের রাস্তা কাদামাটিতে পরিণত হয়ে সাধারন মানুষের দূর্ভোগে পরিণত হত, আজ সেই রাস্তায় উন্নয়নের ছোঁয়ায় পাকা সড়কে পরিণত হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য আ. রশিদ জানান, বর্তমান সরকারের অবদানে গত ৪ বছরে সুবিদপুর গ্রামে অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে। বিশেষ করে, কোন্দার বাড়ি হতে কাশারী বাড়ী পর্যন্ত নতুন রাস্তা, ছাড়া বাড়ী থেকে কালীদাস বাড়ী পর্যন্ত নতুন রাস্তা, হাজী বাড়ী থেকে রামার বাড়ী পর্যন্ত নতুন রাস্তা, পুরান বাড়ী হয়ে মোল্লা বাড়ী পর্যন্ত নতুন এ ৪টি রাস্তা মাটি কাটার মাধ্যমে গড়ে উঠেছে। এছাড়া মোল্লা বাড়ী থেকে ওয়াফদা পর্যন্ত প্রায় ২শ’ ফুট ড্রেনেজ ব্যবস্থা, কুপ খননের মাধ্যমে প্রায় ২৬০ ফুট নতুন ড্রেন নির্মাণের কাজ করা হয়েছে। মোল্লা ও মাইজের বাড়ীর সামনে দু’টি ব্রিজ নির্মাণ। গ্রামের মসজিদ, মাদ্রাসা ও বাড়ীর মোড়ে মোড়ে প্রায় ১৫ টি সোলার স্ট্রেট লাইটিং স্থাপন করা হয়েছে। এ পর্যন্ত প্রায় নতুন দেড় কিলো রাস্তা পাকা করণ হয়েছে। ৫ টি ডিপ কল বসানো হয়েছে।
বয়স্ক ও বিধবা ভাতার ব্যবস্থা গ্রহন করায় এখন আর এ ধরণের ভাতা ভোগীর সংখ্যা নেই বললেই চলে। সব মিলে এক সময়ের অবহেলিত গ্রাম এখন উন্নয়নের জোয়ারে ভাসছে। গ্রামের মানুষ আধুনিক শহরের স্বাদ ভোগ করছেন গাঁয়ে বসেই। পাচ্ছেন নাগরিক সুবিধার পাশাপশি আধুনিক সড়কে চলাচল। এছাড়াও করোনা মহামারী সময়ে ব্যক্তিগত ও মোল্লা ট্রাস্টের মাধ্যমে প্রায় ১২শ’ পরিবারকে সাহায্য সহযোগিতার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সুবিদপুর গ্রামের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ডা. শামসুল হক পাটোওয়ারী বলেন, ইউনিয়নের সবচেয়ে অবহেলিত গ্রাম ছিল সুবিদপুর। গত কয়েক বছরে বর্তমান সরকারের উন্নয়নের ছোঁয়ায় গ্রামের দৃশ্য পাল্টে গেছে। এজন্য আমরা স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে সরকারের উন্নয়নে সহযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এ বিষয়ে ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাও. শরাফতউল্ল্যা বলেন, সরকারের উন্নয়নমূলক কাজ আমার পরিষদের সদস্যদের মাধ্যমে দেওয়া হয়েছে। তার মধ্যে অন্যতম সদস্য আ. রশিদ তার ব্যক্তিগত উদ্যোগে কিছু কাজ বেশী করায় গ্রামবাসী তার সুফল ভোগ করছে।