জীবনের ঝুঁকি নিয়েই রাস্তা পারাপার: গুরুত্বপুর্ণ স্পটে প্রয়োজন ফুট ওভারব্রিজ
নজরুল ইসলাম আতিক:
কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কের পাকা মসজিদ এলাকা। দেখা গেলো কয়েকটি বাস, প্রাইভেটকার এবং সিএনজি চলাচল করছে। ঠিক সেই সময় কয়েকজন পথচারী হঠাৎ দৌঁড়ে বিপজ্জনকভাবে রাস্তা পার হচ্ছেন। এ যাত্রায় কোনো দুর্ঘটনা না ঘটলেও এভাবেই ঘটে যেতে পারে অনাকাক্ষিত দুর্ঘটনা। অথবা মূহুর্তেই ঘটে যায়।
চাঁদপুর শহরতলীর এমন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে ও রাস্তার মোড়ে জীবনের ঝুঁকি নিয়ে মানুষ রাস্তা পারাপার হচ্ছে। এতে প্রতিদিনই ঘটছে অনাকাঙ্খিত ছোট-বড় দুর্ঘটনা। পথচারীরা নিজ সুবিধার্থে যে যার মত এমন ঝুঁকি নিয়েই রাস্তা পার হচ্ছে। অনেক সময় দেখা যায়, কোনো কোনো পথচারী এক-দুই বছরের শিশুদেরও সাথে নিয়ে বিপদজনক ভাবে রাস্তা পার হন। কেউ কেউ মোবাইল ফোনে কথা বলতে বলতে এক হাত উচিয়ে গাড়ি থামানোর ইঙ্গিত দিয়েই হাঁটা শুরু করেন। গাড়ির গতিবিধি লক্ষ্য করার যেন ফুসরত নেই।
বিশেষ গুরুত্বপূর্ণ স্থানগুলোর মধ্যে রয়েছে, বাসস্ট্যান্ড, চেয়ারম্যান ঘাট (ডিসি অফিসের সামনে), ষোলঘর, কালী বাড়ি মোড়, পালের বাজার, বাবুরহাট উচ্চ বিদ্যালয়ের সামনে। হাজীগঞ্জ বাজার, কচুয়া পশ্চিম বাজার, ফরিদগঞ্জ প্রধান সড়ক। এসব স্পটগুলোতে প্রচুর মানুষের সমাগম হয়। কিছুকিছু স্পট এতোটাই গুরুত্বপূর্ণ যে, এসব এলাকায় দুই বা ততোধীক শিক্ষাপ্রতিষ্ঠানও রয়েছে। এসব জায়গাগুলোতে ফুটওভার ব্রিজ থাকা প্রয়োজন মনে করছেন সচেতন মহল। কারণ ফুটওভার ব্রিজ না থাকায় কোন কিছুর তোয়াক্কা না করে রাস্তা পার হচ্ছে সাধারণ জনগন। জেব্রা ক্রসিং থাকা সত্ত্বেও কেউই মানছেন না ট্রাফিক আইন। এ ধরণের সমস্যার সমাধানে জনগণকে সচেতন করার জন্য নানামুখী পদক্ষেপ নিলেও কোন কাজে আসছে না।
আলাপকালে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা বেশ কয়েকজন পথচারী জানান, ভাই কি করবো আদালতের ব্যাপার। অনেক কাগজপত্র ফটোকপি করা লাগে। বিভিন্ন প্রয়োজনে বার বার রাস্তা পার হতে হচ্ছে তাই একটু তাড়াতাড়ি কাজ সারার জন্য এমনটা করি।
রবিবার সরেজমিনে জেব্রা ক্রসিং বা সর্তকতা অবলম্বন ছাড়া এভাবে রাস্তা পারাপারের কারণ জানতে চাইলে এক ব্যক্তি বলেন, দুইদিন ব্যাংক বন্ধ ছিলো টাকা ওঠানো খুব জরুরি। তাই তাড়াতাড়ি করতে গিয়ে এভাবে রাস্তা পার হলাম। সবাই তো এভাবে পার হচ্ছে তাই আমিও রাস্তা পার হলাম।
যদিও এসময় সচেতন কয়েকজন জানালেন, এখানে একটা ওভারব্রিজ খুব দরকার। তাহলে হয়তো মানুষ এভাবে রাস্তা পারাপার হতো না। কিন্তু না থাকায় সবাই এভাবে রাস্তা পার করছে।
মুলত শহরের এমন বেশ কয়েকটি স্থান রয়েছে যেখানে ফুটওভার ব্রিজ খুবই প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল। সচেতন মহলের প্রস্তাবের সাথে একমত প্রকাশ করে চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল বলেন, চাঁদপুর পৌরসভার বিশেষ বিশেষ স্থানে ফুটওভার করার পরিকল্পনা রয়েছে। তবে তা বাস্তবায়ন সময়সাপেক্ষ ব্যাপার। আমরা নাগরিক সেবা বাড়াতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি।