মতলব উত্তর ওসি’র বিরুদ্ধে চাঁদাবাজি মামলা
চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুরের মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি)’র সৈয়দ মাহাবুবুর রহমানের বিরুদ্ধে চাঁদাবাজি ও ভয়ভীতির অভিযোগ এনে মামলার দায়ের হয়েছে। আদালত সহকারি পুলিশ সুপার (সদর সার্কেলের ) হেলাল উদ্দিনকেক তদন্তের নির্দেশ দিয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সিনিয়ির চীফ জুডিশিয়াল আদালতে মো. লোকমান হোসেন নামের এক ব্যক্তি মামলাটি দায়ের করেন।
মামলার এজহারে জানা যায়, বাদী লোকমান হোসেনের ভাতিজা নাজমুল হুদার সাথে দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে বিরোধ চলে
আসছিল। বিষয়টি সুরাহা করতে বাদী লোকমান হোসেনের কাছ থেকে ৫লাখ টাকার চাঁদা দাবি করে সংশ্লিষ্ট থানার ওসি। এমনিক একটি জুডিশিয়াল স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষরসহ ভয়ভীতি প্রদর্শন করে। এমন অভিযোগ এনে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মাহাবুবুর রহমান ছাড়াও সহাকারী উপ-পরিদর্শক আবু হানিফসহ মোট ৫ জনকে বিবাদী করা হয়। বাদী পক্ষে মামলা পরিচালনা করেন এড. ফেরদৌস মোহাম্মদ শাহীন।
এব্যপারে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি)’র সৈয়দ মাহাবুবুর রহমান এ ব্যপারে বলেন, আমি বিষয়টি অবগত হয়েছি।