খালেদা জিয়া পেশাদার খুনি: নৌ মন্ত্রী
চাঁদপুর প্রতিনিধি:
বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়া পেশাদার খুনি বলে মন্তব্য করেন নৌ মন্ত্রী শাজাহান খান।
তিনি বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর হরিনা ফেরিঘাট সংলগ্ন ডিজিটাল রোড ভেহিক্যাল ওয়েব্রিজ স্কেল উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, জামায়াত বিএনপি হলো পেশাদার খুনি। ১৯৯১ সালে ক্ষমতায় আসার পরে ১৭ গার্মেন্টস শ্রমিক গুলি করে হত্যা ও ১৮জন কৃষককে খুন করেছে। পেট্রোল বোমা দিয়ে অনেক মানুষ হত্যা করা হয়েছে। ২০ দলীয় জোটের বিষাক্ত ছোবলে বাংলাদেশের অর্থনীতি ও মানুষের উপর বারবার আঘাত হানছে। ১৯৭১ ও ৭৫ সালের খুনিদের বিচার করার ফলে বিএনপি জামায়াত আমাদের পেছনে লেগেছে।
তিনি বলেন আরো বলেন, পরিবহন যানবাহনের অতিরিক্ত ভাড়া ফেরি মেরামতের কাজে ব্যয় করা হবে। ইজারা আগামী পহেলা জুলাই থেকে সারা দেশেই বন্ধ করে দেয়া হবে। বিআইডব্লিউটিএ এর অধীনে গাড়ি প্রতি ৪০টাকা করে আদায় করা হবে। ৪ কোটি টাকা ব্যয়ে এ ওয়েব্রিজ স্টেলটি নির্মান করা হয়েছে। এতে করে অতিরিক্ত মালামাল পরিবহণ করতে পরিবহণ মালিকরা অনাগ্রহ দেখাবে। তাতে করে আমাদের দেশের রাস্তাঘাট বছর বছর সংস্কারে কোটি কোটি টাকা সাশ্রায় হবে।
অনুষ্টানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা: দীপু মনি, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর মোজাম্মেল হক, পুলিশ সুপার
মো. আমির জাফর। অনুষ্ঠানে সভাপতিত্ব করের বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান মিজানুর রহমান।