চাঁদপুরে ৪লাখ মিটার কারেন্ট জাল ও ইলিশ জব্দ

 In চাঁদপুর, প্রধান খবর, শীর্ষ খবর




চাঁদপুর প্রতিনিধি



চাঁদপুর লঞ্চ ঘাটে অভিযান চালিয়ে ৪লাখ মিটার করেন্ট জাল ও ২শ ১০ কেজি ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড। মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।
কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর লঞ্চ ঘাটে অভিযান চালায়ি যাত্রীবাহী লঞ্চ আল¬াহর মর্জি হতে লাখ মিটার মিটার কারেন্ট জাল ও শ্রীনগর-২ লঞ্চ থেকে ২শ ১০ কেজি ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত কারেন্ট জালের মূল্য

প্রায় এক কোটি চলি¬শ লাখ টাক। অবশ্য এর সাথে সম্পৃক্ত কাউকে আটক করা সম্ভব হয় নি।



চাঁদপুর কোস্টগার্ডের স্টেশন কমান্ডার সাঃ লেফটেন্যান্ট এম হাসানুর রহমান জানান, আটককৃত ইলিশ মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে কোস্ট গার্ডের সহায়তায় এতিমখানা ও গরীব অসহায় মানুষদের মাঝে বিতরণ করা হয় এবং আটককৃত কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়।

Recent Posts

Leave a Comment