চাঁদপুর পৌরসভার নবনির্বাচিত মেয়রসহ কাউন্সিলরদের শপথ

 In চাঁদপুর, প্রধান খবর, শীর্ষ খবর

চাঁদপুর পৌরসভার নবনির্বাচিত মেয়রসহ কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করানো হয়েছে। চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে সোমবার বিকেলে এ শপথবাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. দীপু মনি, চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য ড.শামসুল হক ভূইয়া।

শপথ নেন নবনির্বাচিত মেয়র নাছির উদ্দিন আহমেদ। এছাড়া নির্বাচিত সাধারণ কাউন্সিলর হিসেবে শপথ গ্রহণ করেন- ১নং ওয়ার্ডে মোহাম্মদ আলী মাঝী, ২নং ওয়ার্ডে ছিদ্দিকুর রহমান ঢালী, ৩নং ওয়ার্ডে আব্দুল লতিফ গাজী, ৪নং ওয়ার্ডে মামুনুর রহমান দোলন, ৫নং ওয়ার্ডে আলমগীর খান, ৬নং ওয়ার্ডে হুমায়ুন কবির খান, ৭নং ওয়ার্ডে শাহ আলম বেপারী, ৮নং ওয়ার্ডে নাছির আহমেদ, ৯নং ওয়ার্ডে বিল্লাল হোসাইন মাঝী, ১০নং ওয়ার্ডে দেওয়ান মো. শাহজাহান, ১১নং ওয়ার্ডে মাইনুল ইসলাম পাট ওয়ারী, ১২নং হাবিবুর রহমান দর্জি, ১৩নং ওয়ার্ডে মো. আলমগীর, ১৪নং ওয়ার্ডে খান মোহাম্মদ বাহাদুর ও ১৫নং ওয়ার্ডে আব্দুল মালেক বেপারী এবং নির্বাচিত সংরক্ষিত মহিলা কাউন্সিলর হিসেবে শপথ গ্রহণ করেন নির্বাচিত- ১, ২ ও ৩নং ওয়ার্ডে লায়লা হাসান চৌধুরী, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে শাহনাজ আলমগীর, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে ফরিদা ইলিয়াছ, ১০, ১১ ও ১২নং ওয়ার্ডে আয়শা রহমান ও ১৩, ১৪ ও ১৫নং ওয়ার্ডে শাহনাজ রহমান।

এ সময় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ আমির জাফর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নূরুল্লাহ নূরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটোয়ারী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এমএ ওয়াদুদ প্রমুখ।

উল্লেখ্য, গত ২৯ মার্চ চাঁদপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয় এবং গত ৯ এপ্রিল বৃহস্পতিবার গেজেট প্রজ্ঞাপন জারি করা হয়।

Recent Posts

Leave a Comment