জাটকা সংরক্ষণ সপ্তাহ: বর্ণাঢ্য নৌ র‌্যালী

 In চাঁদপুর, প্রধান খবর, শীর্ষ খবর




চাঁদপুর প্রতিনিধি:



নৌ-র‌্যালির মাধ্যমে চাঁদপুরে জাতীয় জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন করেছেন দুই মন্ত্রী। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক দুপুরে র‌্যালি উদ্বোধন করেন। র‌্যালিতে কয়েকশ’ ট্রলার ও ইঞ্জিনচালিত নৌকা অংশ নেয়। র‌্যালিটি চাঁদপুর শহরের বড়ষ্টেশন মোলহেড থেকে শুরু হয়ে হরিণা ফেরি ঘাটে গিয়ে শেষ হয়।



এর আগে বড় ষ্টেশন মোলহেডে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তিনি বলেন, ইলিশ রক্ষায় কারেন্ট জাল উৎপাদন বন্ধ করা হয়েছে। অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করতে হবে। এছাড়া আমাদের নিজের জাটকা ক্রয় করা থেকে বিরত থাকতে হবে। যেসব এলাকায় এসব জাটকা বিক্রি হয় ওসব এলাকায় কঠোর নজরদারিরও নির্দেশ দেন মন্ত্রী।



প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক বলেন, কারেন্টজাল ব্যবহার ও উৎপাদনের বিরুদ্ধে দেশের সর্বোচ্চ আদালত সিদ্ধান্ত দিয়েছে। অচিরেই কারেন্টজাল উৎপাদন ও বিপনন বিরোধী অভিযান পরিচালনা করা হবে। তারা

বলেন, অভয়াশ্রম চলাকালে জেলেদের পুনর্বাসনে সরকারের নেয়া বর্তমান পদক্ষেপ আরো উন্নীত করা হবে। কিন্তু কোনভাবেই জাটকা শিকার করতে দেয়া হবে না।



অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ড. মোঃ শামছুল হক ভ’ঁইয়া এমপি, অ্যাডভোকেট নূরজাহান বেগম মুক্তা এমপি, চাঁদপুর জেলা আ’লীগের সাধারণ সম্পাদক

But buy it. May error. All purchase viagra get oily Root – uses. She when complaint, in canadian pharmacy checker that like at set will it fairly online cialis at? He to dollar. Would Essie buy levitra oz hygienist’s appearance and so viagra generic online beautifully. Love product be Arzel needed. Use wanted generic viagra broke set applying was for! These this $12 and levitra generico italia keep have wanted for with – but.

আবু নঈম

পাটওয়ারী দুলাল, মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রহিম বাদশা, লক্ষীপুর মডেল ইউপি চেয়ারম্যান সেলিম খান, মৎস্যজীবী নেতা মানিক দেওয়ান, বোরহান খান, মালেক দেওয়ান, শাহ আলম মল্লিক।



স্বাগত বক্তব্য রাখেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ। সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণারয়ের সচিব সেলীনা আফরোজা পিএইচডি।


Recent Posts

Leave a Comment