চাঁদপুর জেলা সম্মিলিত সাংস্কৃতিক ৫ দিনব্যাপি অনুষ্ঠান

 In শীর্ষ খবর




চাঁদপুর প্রতিনিধি



চাঁদপুর কেন্দ্রীয শহীদ মিনার পাদদেশে মহান ২১ ফেব্রƒয়ারী উপলক্ষে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের ৫ দিন ব্যাপি অনুষ্ঠান শুরু হয়েছে। শনিবার বিকাল ৪টায় মহান ২১ শে ফেব্রুয়ারীর ভাষার গানের মাধ্যমে অনুষ্ঠানমালার আনুষ্ঠানিক সূচনা হয়।



জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপিত তপন সরকারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক চন্দ্রনাথ ঘোষ চন্দনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট নেতা অ্যাড, জহিরুল ইসলাম, অজিত সাহা, শহিদ পাটোয়ারী, অ্যাড বদিউজ্জামান কিরন, অ্যাড রনজিত রায় চৌধুরী, খায়রুল ইসলাম শামিম, পীযুষ কান্তী রায় চৌধুরী প্রমূখ।



সন্ধ্যায় আলোচনা পর্ব শেষে রাত সাড়ে ৮ টা পর্যন্ত জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের ৫ দিন ব্যাপি অনুষ্ঠানের প্রথম দিনের সাংস্কুতিক পর্ব সমাপ্ত হয়। প্রতিদিন বিকেল ৪টায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে চলবে এ কর্মসূচি।


Recent Posts