চাঁদপুরে ২০ লাখ পিস গলদা চিংড়ি রেণু পোণাসহ আটক ৪

 In চাঁদপুর, প্রধান খবর, শীর্ষ খবর

চাঁদপুর প্রতিনিধি



চাঁদপুরে ২০ লাখ পিস গলদা চিংড়ির রেণু পোণাসহ ৪ জনকে আটক করেছে কোস্টগার্ড। বুধবার সকালে চাঁদপুর-শরীয়তপুর রুটের শরীয়তপুর ফেরিঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় একটি ট্রাকও জব্দ করা হয়। জব্দকৃত রেণু পোণা চাঁদপুর শহরের ডাকাতিয়া নদীতে অবমুক্ত করা হয়।



কোস্টগার্ড জানায়, কক্সবাজার থেকে গলদা চিংড়ির রেণু পোণাভর্তি ২টি ট্রাক সাতক্ষীরার উদ্দেশ্যে যাচ্ছিল। ট্রাক ২টি চাঁদপুর-শরীয়তপুর ফেরিঘাট এলাকা অতিক্রমকালে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড অভিযান চালায়।



এ সময় ২০ লাখ পিস গলদা চিংড়ির রেণু পোণা ও ১টি ট্রাকসহ ৪ ব্যক্তিকে আটক করা হয়।

Recent Posts

Leave a Comment