হাজীগঞ্জে ৫১ পিচ ইয়াবাসহ ৪ যুবক-যুবতী আটক
চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুরের হাজীগঞ্জে ৫১পিচ ইয়াবাসহ ৪জনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে নগত চার হাজার চারশ টাকাও জব্দ করা হয়। বুধবার রাত সাড়ে ৯টার দিকে হাজীগঞ্জ পৌর http://pharmacyonline-incanada.com/ এলাকার মকিমাবাদ গ্রামের শ^শানঘাট সড়ক থেকে আটক করা হয়।
আটককৃতরা হলেন মকিমাবাদ এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে সুমন গাজী(৩২) একই এলাকার শাহালমের ছেলে রুবেল মিয়া(৩০), চাঁদপুর সদর উপজেলার মৃত লতিফ মিয়ার মেয়ে gonal-f canada pharmacy হিরা বেগম সাথী (২৮) হীরা বেগমের বোন জাহানারা(২৭)।
থানা সূত্রে জানা গেছে, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয় উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গাজী মাইনুদ্দিন ভাই সুমন গাজীকে আটক canadian online pharmacy করে পুলিশ।এসময় অন্যান্যদেরও আটক করা হয়। এসময় ৫১ পিছ ইয়াবা, নগদ চার california online pharmacy technician schools হাজার চারশ টাকা উদ্ধার করা হয়।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হবে।