তদবিরের চাপে পুলিশ সুপারের ফোন বন্ধ!

 In শীর্ষ খবর




নিজস্ব প্রতিবেদক:



তদবিরের চাপে চাঁদপুরের পুলিশ সুপার মো, আমির জাফর গত ৩ দিন যাবত সরকারি মোবাইল এবং ব্যক্তিগত মোবাইল ফোন বন্ধ করে রেখেছেন। এছাড়াও টিএন্ডটি’র ফোনেও তাকে পাওয়া যাচ্ছে না। এমন অবস্থায় কোন জরুরি প্রয়োজনে কেহ তার সাথে যোগাযোগও করতে পারছেনা।



জানা গেছে, গত শনিবার ছিল চাঁদপুর পুলিশ লাইনে কনস্টেবল পদে লোক নিয়োগ পরীক্ষা। সর্বমোট ১শ’ ৮১টি পদের বিপরীতে আবেদন জমা পড়েছিল প্রায় ৩ হাজার প্রার্থী। এরমধ্যে শনিবার সকালে স্বাস্থ্য পরীক্ষা শেষে লিখিত পরীক্ষায় অংশ গ্রহনের

cialis generic – cheap generic viagra – pharmacy online – viagra vs cialis vs levitra dosage – http://genericcialis-onlineon.com/ – cheap levitra online – pharmacy graduate programs in canada – celebrex generic

জন্য নির্বাচিত হয় ৮শ’ জন। আজ সোমবার লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের পর দু’একদিনের http://androidphonetracker24.com/ মধ্যে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা।



অথচ লিখিত পরীক্ষার বহু আগ থেকেই নিজ http://cellphonetracker24.com/ নিজ প্রার্থীদের নির্বাচিত করতে পুলিশ সুপারের কাছে বিভিন্ন মহল থেকে তদবির ও চাপ phone tracker app আসতে থাকে। ১শ’ ৮১টি পদের বিপরীতে মন্ত্রী, এমপি, রাজনৈতিক, সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা, পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায় থেকে প্রায় ১ হাজার প্রার্থীর জন্য লিখিত সুপারিশ করা হয়। এর বাইরেও টেলিফোন তদবির এবং চাপ, প্রয়োজনে হয়রানী মূলক বদলি, জামায়াত-বিএনপি’র ক্যাডার হিসেবে সরকারের উচ্চ পর্যায়ে চিহিৃত করার ভয় ও হুমকি-ধুমকি আসতে থাকে।



এছাড়াও এ পদে নিয়োগ দেয়ার জন্য প্রয়োজনে ৫ লাখ টাকার অফার আসে বলে শোনা গেছে। এ পরিস্থিতিতে অনেকটা বিরক্ত হয়েই চাঁদপুরের পুলিশ সুপার মো, আমির জাফর শনিবারের নিয়োগ পরীক্ষার আগ থেকেই সকল ফোন বন্ধ করে দেন। তার মোবাইল ফোন সোমবার বেলা ৩ buy essay online টা পর্যন্ত বন্ধ writing a narrative paper পাওয়া গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ phone tracker online কর্মকর্তা জানান, এছাড়াতো আর কোন উপায় নেই। পদ রয়েছে ১শ’ ৮১টি আর সুপারিশ প্রায় দেড় হাজার। তাই বাধ্য হয়েই ফোন বন্ধ রেখেছেন তিনি।


HGH pillsbest penis enlargement pillsboost testosteronehttp://buyanabolicsteroidscheap.com/smart pills

Recent Posts