তিন কন্যার জয়
ডেস্ক লন্ডন: বৃটেনের এবাবের নির্বাচনে মোট ১১ জন বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিবিদ নির্বাচনে মনোনয়ন পেলেও তিন নারী প্রার্থীর কাছে বাংলাভাষী ভোটারদের প্রত্যাশা ছিল সবচেয়ে বেশি৷ এরা হলেন রুশনারা আলী, রূপা হক আর টিউলিপ সিদ্দিক৷বাংলাদেশী বংশোদ্ভুত এই তিন প্রার্থীই নিজেদের আসনে জয়ী হয়েছেন।
বাংলাদেশী বংশোদ্ভূতদের আসনগুলোর মধ্যে আলোচিত ছিল লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন। সেখানে লেবার পার্টির টিউলিপ রেজওয়ানা সিদ্দিক এক হাজারের বেশি ভোটের ব্যবধানে কনজারভেটিভ পার্টির প্রার্থীকে হারিয়েছেন। তিনি বঙ্গবন্ধুর নাতনী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে। এছাড়া পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন অ্যান্ড বো আসনে ২৪ হাজার ভোটের বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন রুশনারা আলী। তিনি দ্বিতীয়বারের মতো যুক্তরাজ্যে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হলেন। রুপা হক জয়ী হয়েছেন ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসনে।– বিবিসি