৪৩ বছরেও নির্মাণ হয়নি সীমানা প্রাচীর
চাঁদপুর প্রতিনিধি ১৯৭২ সালে প্রতিষ্ঠিত চাঁদপুর পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয় ৪৩ বছরেও সীমান প্রাচীর তৈরি হয় নি। এ কারণে বিদ্যালয়ের সম্পত্তি হচ্ছে বেদখল, ক্রমশ সংকীর্ণ হচ্চে বিদ্যালয় প্রাঙ্গণ। এছাড়া বিদ্যালয় চলাকালীন সময়ে বহিরাগতদের অনধিকার প্রবেশ লক্ষ্য করা যায়। কখনো কখনো ক্লাশ চলাকালীন সময়ে ফেরিওয়ালাদের আনাগোনা দেখা যায়। ভিক্ষুকদের উপদ্রুপ তো আছেই। ফলে শিক্ষার্থীদের ক্লাশে মনোনিবেশ করা কঠিন হয়ে পড়ে। অনেক অভিভাবক সীমান প্রাচীর না থাকায় তাদের সন্তানদের এ বিদ্যালয়ে পড়াতেও অনাগ্রহ প্রকাশ করেন। শিক্ষার্থীরা বিশেষ করে ছাত্রী ও তাদের অভিভাবকরা সার্বক্ষণিক থাকে আতঙ্কে। এছাড়া প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত বিদ্যালয়ের আনাচে কানাচে চলে বখাটেদের আড্ডা। স্কুলের মূল গেইট হয়ে উত্তর পাশ দিয়ে ভূঁইয়া বাড়ির লোকজন সার্বক্ষিণন চরাফেরা করে। এছাড়া অনেক সময় স্কুল মাঠে গরু ছাগলের পদচারণাও লক্ষ করা যায়। বিদ্যালয়ে অধ্যায়ণরত নামপ্রাকাশে অনিচ্ছুক একাধিক ছাত্রী জানান, বিদ্যালয়ের সীমানা প্রাচীর না থাকায় অনেক সময় বখাটেরা স্কুলের ভেতরে ঢুকেও ইভটিজিং করে। কেউ কেউ ক্লাশ চলাকালীন সময়ে শিশ বাজায়। স্কুলে অবস্থানাকালীন সময়ে বলা যায়, সার্বক্ষণিক আমরা একপ্রকার আতঙ্কে থাকি। এব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক জানান, বিষয়টি দীর্ঘদিন ধরে পৌর কর্তৃপক্ষকে অবহিত করা হলেও কোনো প্রকার উদ্যোগ নেয়া হয় নি। তবে শীঘ্রই
এ সমস্যার সমাধান হবে বলে আশা করছি।