ব্যক্তিগত লাভের জন্য রাজনীতি করি না: আশরাফ
নিজস্ব প্রতিবেদক কিশোরগঞ্জ: তিনি ব্যক্তিগত লাভের জন্য রাজনীতি করেন না বলে জানিয়েছেন সদ্য দফতর হারানো মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। শনিবার নিজের নির্বাচনী এলাকা কিশোরগঞ্জের হোসেনপুরের ঢাকাস্থ সমিতির ইফতার মাহফিলে দেয়া বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। সৈয়দ আশরাফ বলেন, “আমার বাবা বঙ্গবন্ধুর সঙ্গে বেঈমানি করেননি। সততার সঙ্গে রাজনীতি করেছেন। বেঈমানি না করে নেতার জন্য মৃত্যুকে বরণ করেছেন। এটাই আমার রক্ত। কিশোরগঞ্জ আর হোসেনপুরের সম্পদ।” নিজের নির্বাচনী এলাকার উন্নয়নের বিষয়ে দফতরবিহীন এই মন্ত্রী বলেন, “আমি মন্ত্রী হই বা না হই, রাজনীতি করি বা না করি, সব সময় হোসেনপুরের সঙ্গে আছি। যেখানেই থাকি হোসেনপুরের উন্নয়নে কাজ করব।” সংগঠনের সভাপতি নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সাবেক অতিরিক্ত সচিব শাহ মো. মনসুরুল হক, আইডিবির প্রেসিডেন্টের উপদেষ্টা মো. আব্দুস ছাত্তার, সমিতির সাধারণ সম্পাদক খাদেমুল
ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা আনোয়ারুল কবীর প্রমুখ।