শহরে হোটেল রেস্টুরেন্টে ভ্রাম্যমান আদালতের অভিযান

 In চাঁদপুর, শীর্ষ খবর




শাহারিয়ার খান কৌশিক ॥



চাঁদপুর শহরের খাওয়ার হোটেল রেস্টুরেন্টে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে আস্বাস্থ্যকর পরিবেশ ও নোংরা খাবার রাখার অপরাধে অর্থদন্ড আদায় করে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাদিয়া জেরিন এর নির্দেশে সঙ্গীয় পুলিশ ফোর্স এই অভিযান http://buyessayeasy365.com/ পরিচালনা করে। শহরের ছায়াবাণীর phone tracker lite মোড়ে রেড চিলি রেস্টুরেন্টে অপরিষ্কার অপরিচ্ছন্নভাবে খাবার তৈরির অপরাধে দুই হাজার টাকা জরিমানা আদায় করে।



কালীবাড়ি কোর্টষ্টেশন এলাকায় ক্যাফে জামান হোটেলে অভিযান চালিয়ে ফ্রিজ থেকে পচা

আলু ও বরা তৈরির সরঞ্জাম জব্দ করে। পরে সেগুলো নির্বাহী android spy apps মেজিষ্ট্রের নির্দেশে android tracker online ডাসবিনে ফেলানো হয়। অপরিষ্কার অপরিচ্ছন্ন ভাবে খাদ্য তৈরি ও নোংরা খাবার রাখার অপরাধে ক্যাফে জামানকে পাঁচ হাজার how to make money writing টাকা জরিমানা আদায় করে। এছাড়া শহরে তীর্থ যানযটে রাস্তায় উপর সিএনজি রেখে যাত্রী নামানো অপরাধে আটশত টাকা জরিমানা করা হয়। নির্বাহী মেজিষ্ট্রেট জানায়, ভ্রাম্যমান আদালতের অভিযান সর্বদা অব্যাহত থাকবে। শহরের সকল হোটেল রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হবে।

Recent Posts

Leave a Comment