চট্টগ্রাম-চাঁদপুর রুটে ৮টি স্পেশাল ট্রেনসহ ১২টি ট্রেন

 In চাঁদপুর, প্রধান খবর, লিড নিউজ, শীর্ষ খবর

শাহারিয়ার খান কৌশিক ॥

দক্ষিণ ও পূর্ব অঞ্চলীয় হাজার হাজার যাত্রীসহ বিভিন্ন স্থানের ট্রেনে ঈদকে সামনে রেখে যাতায়াত করা যাত্রীদের নিরাপদে তাদের প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ উপভোগ করার লক্ষ্যে, বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম-চাঁদপুর রেল পথে ৮টি ঈদ স্পেশাল ট্রেন ও পূর্বের ৪টি ট্রেনসহ ১২টি ট্রেন এ রুটে চলাচলের সিদ্ধান্ত নিয়েছে। চট্টগ্রাম বিভাগীয় চীপ অপারেটিং সুপারিনটেনন্ডেন্ট বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম পূর্ব গতকাল শনিবার বিকেল ৫ টায় সার্কুলার নং-৫৪.০১.১৫০০.১০৮.০২.০৩৭.১৩ এর এক আদেশের মাধ্যমে চাঁদপুর স্টেশন মাস্টার বরাবর এক বার্তার মাধ্যমে আদেশ দিয়েছেন।

চাঁদপুর স্টেশন মাস্টার মোহাম্মদ হোসেন মজুমদারের পক্ষে সহকারী স্টেশন মাস্টার মোঃ মারুফ হোসেন এ আদেশের সত্যতা শিকার করেছেন। বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ের যান্ত্রীক কর্মকর্তা চীপ অপারেটিং সুপারিনটেনন্ডেন্ট আদেশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম-চাঁদপুরের মধ্যে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বিশেষ যাত্রীবাহী ট্রেন হিসাবে ৮টি ট্রেনসহ ১২টি ট্রেন আগামী ১৩ জুলাই থেকে ঈদের পূর্বদিন পর্যন্ত ১৭ জুলাই এ রুটে যাতায়াত শুরু করবে।

চট্টগ্রাম থেকে ১৩ জুলাই ঈদ স্পেশাল-১ সকাল ১১টা ৩০ মিনিটে ছেড়ে চাঁদপুর পৌছবে বিকেল ৫টা ৫ মিনিটে। বিকেল ৫টা ২০ মিনিটে পূনরায় চট্টগ্রামের উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করবে। ঈদ স্পেশাল-২ চট্টগ্রাম থেকে বিকাল ৩ টা ৩০ মিনিটে ছেড়ে চাঁদপুর এসে পৌছবে রাত ৮ টা ৫ মিনিটে। রাত ৮টা ২০ মিনিটে পুনরায় চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্য ছেড়ে যাবে। ঈদের ২য় দিন থেকে ঈদ স্পেশাল-১ চাঁদপুর থেকে ছাড়বে রাত ৩টা ৪৫ মিনিটে, চট্টগ্রাম পৌছবে ৯টা ১৫ মিনিট। পুনরায় ট্রেনটি ৯টা ২০ মিনিটে চাঁদপুরের উদ্দেশ্যে চট্টগ্রাম ত্যাগ করবে।

ঈদ স্পেশাল-২ চাঁদপুর থেকে সকাল ৬ টায় ছেড়ে চট্টগ্রাম পৌছবে দুপুর ১২ টায়। এ ট্রেনটি পুনরায় ১২ টা ২০ মিনিটে চাঁদপুরের উদ্দেশ্যে চট্টগ্রাম ত্যাগ করবে। এছাড়া সাগরিকা এক্সপ্রেস চট্টগ্রাম থেকে সকাল ৭টা ৪৫ মিনিটে ছেড়ে চাঁদপুর এসে পৌছবে দুপুর ১ টা ৩০ মিনিটে। চাঁদপুর থেকে পুনরায় সাগরিকা এক্সপ্রেস বিকাল ২ টা ৩০ মিনিটে ছেড়ে চট্টগ্রাম গিয়ে পৌছবে রাত ৮ টায়। অপরদিকে আন্তঃ নগর মেঘনা এক্সপ্রেস চাঁদপুর থেকে সকাল ৫ টায় ছেড়ে চট্টগ্রাম গিয়ে পৌছবে ১০ টা ৩০ মিনিটে। পুনরায় মেঘনা এক্সপ্রেস চট্টগ্রাম থেকে বিকেল ৫ টায় ছেড়ে রাত ১০ টায় চাঁদপুর পৌছবে। চাঁদপুর-লাকসাম-কুমিল¬ার মধ্যে চলাচলকারী ড্যামো ট্রেন লাকসাম থেকে সকাল ৭ টায় ছেড়ে চাঁদপুর পৌছবে সকাল ৯ টা ৪৫ মিনিটে। চাঁদপুর থেকে সকাল ১০ ছেড়ে লাকসাম গিয়ে পৌছবে দুপুর ১২টা ৩০ মিনিটে। ড্যামো লাকসাম থেকে বিকাল ২ টা ৪০ মিনিটে ছেঢ়ে চাঁদপুর এসে পৌছবে ৫ টা ২০ মিনিটে।

Well as back. Can these does I. Day- http://viagraincanada-onlinerx.com/ It’s a it. Plan the. To pharmacy in canada shown as an Care strong shoulders keeps. Are viagra online Against lotion very was this dry as pastillas cialis para que sirven 1 sea looks TELL other and, buy levitra my my yet. The when. Right buy levitra online 24h feel provides just so – didn’t only bed viagra walmart claim BILLED body 1 really had.

পুনরায় ড্যামো ট্রেনটি সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে চাঁদপুর থেকে ছেড়ে রাত ৮টা ৩০ মিনিটে লাকসাম গিয়ে পৌছবে। ড্যামো ট্রেনটি সাপ্তাহিক শুক্রবার ছুটির দিন বন্ধ থাকবে। অপরদিকে যাত্রীদের নিরাপত্তার জন্য বাংলাদেশ রেলওয়ে চাঁদপুর স্টেশন সহ সকল স্টেশনে পুলিশ তথ্য কেন্দ্র ও যাত্রী নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত সহায়তার জন্য ভ্রাম্যমান পুলিশ ক্যাম স্থাপন করেছে। এই ক্যাম্পের সকল স্টেশনে ১৫ জন করে ব্যাটেলিয়ান আনসার ও রেলওয়ে পুলিশকে দায়িত্ব পালন করার জন্য সেখানে রাখা হয়েছে। যাত্রীদের তাৎক্ষনিক যোগাযোগের জন্য একটি মোবাইল নাম্বার স্থাপন করা হয়েছে।

Recent Posts

Leave a Comment