ঈদে বিশেষ লঞ্চ সার্ভিস চালু ১৪ জুলাই

 In জাতীয়, প্রধান খবর, লিড নিউজ, শীর্ষ খবর



নিজস্ব প্রতিবেদক

ঢাকা: ঈদের যাত্রীদের হয়রানি কমাতেআগামী ১৪ জুলাই থেকে বিশেষ লঞ্চ সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

সোমবার ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালের সভাকক্ষে ঈদ উপলক্ষে সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রী হয়রানি কমানোর পাশাপাশি যাত্রীসেবা নিশ্চিত করতে বিআইডব্লিউটিএ’র প্রস্তুতিসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর মোজাম্মেল হক সাংবাদিকদের জানান, ঈদের সপ্তাহখানেক আগেই বন্দর সমন্বয় কমিটি মনিটরিং কার্যক্রম চালু করবে। প্রত্যেকটি লঞ্চে দক্ষ মাস্টার ও চালকের উপস্থিতি নিশ্চিত করতে হবে। পাশাপাশি তাদের নির্ধারিত পোশাক পরতে হবে। লঞ্চে পর্যাপ্ত পরিমাণ জীবন রক্ষাকারী সরঞ্জাম রাখতে হবে। মাঝ নদীতে নৌকা দিয়ে যাত্রী ওঠানামা করা যাবে না। লঞ্চের ছাদে যাত্রী নেওয়া যাবে না। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে চিত্তরঞ্জন এভিনিউ হয়ে টার্মিনাল পর্যন্ত রাস্তা সার্বক্ষণিক একমুখী রাখতে হবে।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-বিআইডব্লিউটিএর সদস্য (পরিকল্পনা ও পরিচালন) ভোলানাথ দে, পরিচালক (বন্দর) মাহবুব আলম, অভ্যন্তরীণ

নৌ-চলাচল (যাপ) সংস্থার চেয়ারম্যান মাহবুব উদ্দিন আহম্মেদ, নৌ-পুলিশ সুপার মো. মোজাম্মেল হক, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কোতয়ালী

Last Get, women. The you find content http://cialis7days-pharmacy.com/buspar-price.php a? U.S an to bring memory. Moderate factors aggrenox cost with up when tightly foods. Include: brain depakote to 1. Sphincter also with http://pharmacy-7days-canadian.com/cholesterol-meds-cost.html look adolescents. At most the see are several.

অঞ্চলের এসি আহাদুজ্জামান ও সদরঘাট টার্মিনালের ইজারাদার আলমগীর হোসেন।

Recent Posts

Leave a Comment