চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু
শাহরাস্তি সংবাদদাতা:
চাঁদপুর-লাকসাম রেলসড়কের ট্রেনের ছাদ থেকে আনুমানিক ১৪ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে শাহরাস্তি উপজেলার উয়ারুক রেলগেইট নামকস্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সুমন জানায়, কিশোরটির ট্রেনের ছাদ থেকে ছিটকে পড়ে তিন খন্ড হয়ে গেছে।
শাহরাস্তি থানার এসআই সাহাবুদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানায়, দুপুর ২টার দিকে চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেসের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু হয়। রেললাইনের উপর টেলিফোনের তারের আঘাতে ট্রেনের ছাদ থেকে পড়ে এই কিশোর।
চাঁদপুর রেল পুলিশের অফিসার ইনচার্জ ওসমান গনি জনান লাশ চাঁদপুর নিয়ে আসা
হয়েছে।
Recent Posts