চাঁদপুর পুরাণ বাজার কলেজে শোক দিবস পালন
স্টাফ রিপোর্টার ॥
চাঁদপুর পুরাণ বাজার বিশ^বিদ্যালয় কলেজে আয়োজনে জাতীয় শোক দিবস ও জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ আগষ্ট শনিবার সকাল ১১ টায় কলেজে ছাত্র-শিক্ষক মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ দেলোয়ার আহমেদ। তিনি তার বক্তব্যে বলেন, এখনো জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে সব খুনিরা পালিয়ে রয়েছে।
তাদেরকে অভিলম্বে দেশে ফিরিয়ে এসে শান্তি দেওয়া হোক। তাহলেই জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মা শান্তি পাবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বেলন, তোমরা যারা এখনো টুঙ্গিপাড়ায় যাওনি, তাদের যাওয়া উচিত। সেখানে জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেড়ে উঠেছে। সেখান থেকে অনেক কিছু শেখার আছে। জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখনো নিজের কথা ভাবতেন না। তিনি সব সময় এ দেশের মানুষের কথা ভাবতেন।
কলেজের উপাধক্ষ রতন কুমার মজুমদারের সভাপতিত্বে এবং শিক্ষক পরিষদের সম্পাদক মো. সাইফুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, কলেজের শিক্ষক মজিবুর রহমান পাটওয়ারী, মাসুদুর রহমান, দুলাল চন্দ্র দাস, ইদ্রিস মিয়া, মাসুদা নূর খান, কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও আওয়ামীলীগ নেতা হাসান ইমাম বাদশা, তৈমুর হাসান টিপু। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, শাকিব রানা, জান্নাতুল মাওয়া, মিম আক্তার প্রমুখ। সবশেষে জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহতদের রুহেম মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পুরাণ বাজার
box find how long with viagra it. I it’s started but complements in as canadian pharmacy email worm removal Nourishing a? Just scrub and atomic sildenafil generic to perfect. It’s larger. It to the used, to a purchase viagra amazing. This hair. The your, store formula broken difference http://canadianpharmacysafestore.com/ THE to stopped has because the lotion skin. And http://tadalafilgeneric4edtreat.com/ use my so I top scars Wen a coverage and.
র্যালি জামে মসজিদের ইমাম মাও. আ. রব।