শহরের রহমতপুর কলোনী এলাকায় তিন সন্তানের জননী খুন!

 In চাঁদপুর, জাতীয়, লিড নিউজ, শীর্ষ খবর




বিশেষ প্রতিনিধি:



চাঁদপুর শহরের রহমতপুর এলাকার ভূঁইয়া বাড়িতে তিন সন্তানের জননী কুহিনুর বেগম (৪৩) গলা কেটে খুন করা হয়েছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। খুনের নেপথ্য কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।




কুহিনুর শহরের রহমতপুর আবাসিক এলাকার আবদুল মান্নান খানের স্ত্রী। বাসা নাম্বার ৯০। তার রিপন, শিপন ও তানজিল নামের তিন ছেলে রয়েছে। স্বামী আবদুল মান্নান সৌদি প্রবাসী বলে জানা যায়।



স্থানীয়রা জানায়, ভূঁইয়া বাড়ির নয়ন বেগমের একতলা পাকা ভবনের একটি প্লাটে গলা কেটে গুরুতর আহত করা হয় কুহিনুরকে। এসময় মৃত্যু নিশ্চিত হলে লাশ উপর করে ঘরের উত্তর পশ্চিম কোনের কক্ষের খাটের নিচে ফেলে রাখা হয়। এসময় তার মুখে চাদর মুড়িয়ে রাখা হয়। পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে থানা নিয়ে আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত পৌনে ১২টা পর্যন্ত) খুনের সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।



চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত উদ্দিন পিপিএম খুনের বিষয়টি নিশ্চিত করে বলেন, কী কারণে খুনের কুহিনুর খুন হয়েছে তা এখনো নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Recent Posts

Leave a Comment