চাঁদপুরে খাদ্য অধিদপ্তরের সীল যুক্ত ২০টন চাল ট্রাকসহ জব্দ
চাঁদপুর প্রতিনিধি
খাদ্য অধিদপ্তরের সীল যুক্ত ২০টন চাল আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ। রোববার রাত পৌনে ১১টায় চাঁদপুর শহরের পুরাণ বাজার যমুনা হাসপাতালের সামনে বাগাদী রোডে এসব চাল ট্রাকে বোঝাই করা অবস্থায় আটক করা হয়। স্থানীয়রা জানায়, খাদ্য অধিদপ্তরের সীলযুক্ত চাল পাচার হয়ে যাচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে চাঁদপুর মডেল থানা ওসি মামুনুর রশিদের নির্দেশে এসআই ফারুক আহম্মেদ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান। পরে তারা ট্রাকের উপরে উঠে চালের বস্তার একপিঠে খাদ্য অধিদপ্তরের সীল অপর পিঠে বিসমল্লিাহ অটো রাইস মিলের স্বর্ণ চাল সীল যুক্ত দেখতে পান। ধারণা করা হচ্ছে অভিনব কায়দায় সরকারি গুদামের চাল পাচারের জন্য দুই রকম সীল বস্তায় ব্যবহার করা হয়েছে।
আটক ট্রাকটি হচ্ছে (ঢাকা মেট্ট্রো ট-১৬-৮০০৯)। ট্রাক চালক মুকসুদ আহমেদ জানান, তিনি ট্রাকে থাকা ২০টন চালের মধ্যে ১৫০ বস্তা চাল পুরাণবাজার খাজা অটো রাইস মিলস্ থেকে বোঝাই করেছেন এবং বাকি চাল নতুন বাজার বিসমল্লিাহ অটো রাইস মিলস্ থেকে চট্টগ্রামের সন্দিপ নেয়ার উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছিলেন। শহরের বঙ্গবন্ধু সড়কের বাসিন্দা ও বিসমল্লিাহ অটো রাইস মিলের মালিক আঃ রহিম সরকার জানান, তিনি খাদ্য অধিদপ্তরের পুরনো বস্তা ক্রয় করে চাল বস্তাজাত করেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) লিটুস লরেন্স চিরান ও কাজী মো. মহসীন উজ্জল। তিনি ট্রাকের বস্তাগুলো প্রত্যক্ষ করার পর নতুন বাজার বিসমল্লিাহ অটো রাইস মিলে থাকা বাকী বস্তাগুলো পরিদর্শন করেন। থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। চাল বোঝাই ট্রাক বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। এ বিষয়ে চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আমির আব্দুল্লাহ মো. মঞ্জুরুল করিম জানান, পুরো বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। এর জন্য জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসারকে দায়িত্ব দেয়া হয়েছে।