কচুয়ায় তিন চেয়ারম্যানসহ ৪প্রার্থীর অর্থদন্ড

 In কচুয়া উপজেলা, চাঁদপুর




আলমগীর তালুকদার, বিশেষ প্রতিনিধিঃ



চাঁদপুরের কচুয়ায় তিন চেয়ারম্যানসহ চার প্রার্থীকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার দুপুর দুইটার দিকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কচুয়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) পুলক কুমার মন্ডল।



দন্ডপ্রাপ্তরা চেয়ারম্যান প্রার্থীরা হলেন, কচুয়া উত্তর ইউনিয়নের বাসেদুজ্জামান বাচ্চু সরকার, কচুয়া সদর দক্ষিণ ইউনিয়নের সৈয়দ রবিউল ইসলাম ও পূর্ব সহদেব পুর ইউনিয়নের বাবুল সরদার। এছাড়া সদস্য পদপ্রার্থী মজুল ভূঁইয়া।\



কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ কচুয়া উপজেলা প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়। এসময় দন্ড প্রাপ্ত প্রার্থীরা নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করে বিশাল সোডাউন করে। পরে তাদের ভ্রাম্যমান আদালত বসিয়ে চেয়ারম্যান প্রার্থীদের ৫হাজার টাকা করে ও সদস্যপদ প্রার্থীকে ২হাজার টাকাসহ মোট ১৭ জরিমানা করা হয়।


Recent Posts

Leave a Comment