চাঁদপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
চাঁদপুর প্রতিনিধিঃ
চাঁদপুর সদর উপজেলার শাহতলী এলাকায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে জিল্লুর রহমান (২৬) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে শাহতলী গ্রামের ক্বারী বাড়িতে এ ঘটনা ঘটে।
জিল্লুর একই গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। সে দুই সন্তানের জনক।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকালে ক্বারী বাড়ির জুয়েল এর নতুন বিল্ডিং এর কাজ করছিলো জিল্লুর। দুপুরের দিকে অজ্ঞাত অবস্থায় বিদ্যুতের তারে জড়িয়ে যায় সে। এসময় সে ঘটনাস্থলেই মারা যায়।
চাঁদপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ওয়ারী উল্লাহ অলি বিষয়টি নিশ্চিত করে বলেন এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।
Recent Posts