চাঁদপুরে রেলে কাটা পড়ে যুবকের মৃত্যু
চাঁদপুর প্রতিনিধিঃ
চাঁদপুর-লাকসাম রেল পথের হাজীগঞ্জ উপজেলার ধেররা এলাকায় কাটা মোশারফ হোসেন (৩২) নামে এক যুবক মারা গেছেন। শুক্রবার সকাল ১১টার দিকে রেল সড়কের সি-৩৫ ব্রীজ এলাকায় নিহতের খন্ড খন্ড মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় জনতা। খবর পেয়ে চাঁদপুর রেলওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়।
মোশারফ চাঁদপুর শহরের পুরানবাজার এলাকার আবদুল করিমের ছেলে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে তারাবির নামাজ পড়ার সময় চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস একাধিক হুইশাইল দিয়েছিল। ধারণা করা হচ্ছে ওই সময় এই দুর্ঘটনা ঘটে।
চাঁদপুর রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওছমান গণি পাঠান বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক ভাবে জানা গেছে সে সাত বছর প্রবাসে ছিলেন। গত কিছুদিন ধরে তিনি খুব মানসিক সমস্যায় ভূগছিলেন।