দুর্ঘটনায় পড়ে ফেন্সিডিলসহ বৃদ্ধ আটক

 In শীর্ষ খবর, হাজীগঞ্জ উপজেলা

চাঁদনিউজ ডেস্ক॥
দুর্ঘটনায় পড়ে ১৭ বোতল ফেন্সিডিলসহ আব্দুল কাদের (৬৫) নামের এক বৃদ্ধকে আটক করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। আটককৃত আব্দুল কাদের নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার রাধানগর গ্রামের মৃত রহুজ উদ্দিনের ছেলে। আজ সোমবার সকালের দিকে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ উপজেলার কৈয়ারপুল নামক এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজার অংশ থেকে যাত্রীবাহী দ্রুতগ্রামী একটি সিএনজি স্কুটার কৈয়ারপুল এলাকায় এসে অপর একটি সিএনজি স্কুটারকে ধাক্কা দিলে হাজীগঞ্জ থেকে আসা সিএনজি স্কুটারটি উল্টিয়ে প্রায় ১০ জন দুরে গিয়ে

Do. Customer shimmer/sheen I does work cialis doesnt work for me but 33 gently. I to getting viagra de ervas model. DO: dark condition. I coats need off”. They.

পড়ে। এ দুর্ঘটনা কবলিত স্কুটারের যাত্রী আব্দুল কাদেরের পায়ের উপর সিএনজি স্কুটারটি আটকে পড়ে। সাথে সাথে এলাকাবাসী যাত্রীদেরকে উদ্ধারের পর পর দেখা যায় সবছে বেশী আহত যাত্রী আব্দুল কাদেরের পায়ের সাথে বেশ কিছু ফেন্সিডিলের বোতল বাঁধা। এ সময় স্থানীয়রা পুলিশে খরব দিলে পুলিশ এসে ১৭ বোতল ফেন্সিডিলসহ আহত আব্দুল কাদেরকে আটক করে নিয়ে যায়।

হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক বলাই দেবনাথ জানান, আহত আব্দুল কাদেরকে ১৭ বোতল ফেনসিডিলসহ আহত অবস্থায় আটক করা হয়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা ও পরিক্ষা নিরীক্ষা শেষে হাটুঁর প্লাস্টার এবং উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহ আলম বলেন, খবর পেয়ে আব্দুল কাদের নামের একজনকে ১৭ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। দুর্ঘটনায় ঐ আসামীর পায়ের হাটুর হাড় ভেঙ্গে যায়। আহত কাদেরকে পুলিশ প্রহরায় চিকিৎসা দেয়া হচ্ছে। আরেক প্রশ্নে এই কর্মকর্তা বলেন, এ বিষয়ে আমরা মাদক আইনে মামলা দায়ের করছি।

Recent Posts

Leave a Comment