আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের শ্লোগান
প্রতিবেদক।। আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে ‘উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছি দুর্বার। এখন সময় বাংলাদেশের মাথা উঁচু করে দাড়াবার।’ এই শ্লোগান নির্ধারণ করা হয়েছে।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে আজ বিকেলে সম্মেলন উপলক্ষে প্রচার ও প্রকাশনা উপ-কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান সম্মেলন উপলক্ষে গঠিত প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য সচিব ড. হাছান মাহমুদ।
১২ শব্দের শ্লোগানকে ধারণ করে আগামী ২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।
হাছান মাহমুদ বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে। কিন্তু বিএনপি নেতৃবৃন্দ ছাড়া বিশ্ব নেতৃবৃন্দসহ সবাই স্বীকার করছেন। বাংলাদেশ যখন দুর্বার গতিতে এগিয়ে চলছে, তখন দেশের একটি পক্ষ বিএনপি-জামায়াত উন্নয়নের গতিকে স্তব্ধ করতে চায়। প্রকৃতপক্ষে দেশ এগিয়ে যাক তারা তা চায় না।
বৈঠকে আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভুইয়া ডাবলু প্রমুখ উপস্থিত ছিলেন।