রাজধানীর চকবাজারের পোস্তা এলাকার একটি বাড়িতে আগুন লেগে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে দু’জন শিশু রয়েছে। বুধবার রাত ২টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
দগ্ধ রেজাউলের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্প ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, রেজাউলের স্ত্রী রানী রাতে চুলা জ্বালাতে গেলে আগুন ধরে যায়। আগুনে রেজাউল (২৬), তার স্ত্রী রানী (২০), তাদের দুই মেয়ে আনিকা (৩) ও সানজিদা (২) দগ্ধ হয়। তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।এদিকে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম রশীদ তালুকদার জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শক করেছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
হাসপাতালের বার্ন ইউনিট সূত্রে জানা গেছে, দুই শিশুর মধ্যে আনিতার শরীরের ২৬ শতাংশ ও সানজিদার শরীরের ৪৭ শতাংশ পুড়ে গেছে। রেজাউলের শরীরের ১৪ শতাংশ ও রানী বেগমের শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে